পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৮

পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৮
১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ,
আবেদনের যোগ্যতা ও পদ্ধতি

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তক আয়োজিত পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৮তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদন গ্রহণ করা হচ্ছে। 

আবেদনের সময়সীমা :
আবেদন শুরু : ০৫ ডিসেম্বর ২০১৮ইং বেলা ৩.০০ টা।
আবেদন শেষ : ২৬ ডিসম্বের ২০১৮ইং সন্ধ্যা ৬.০০টা।
অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়মাবলি :
  1. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক www.ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করবে সে পদের রেডিও বাটন সিলেক্ট করে আবেদনপত্রের ফরম open করে পূরণ করবে।
  2. অনলাইনে আবেদনপত্রে প্রার্থী নিজ রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৩০০ পিস্কেল) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০ পিস্কেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
  3. আবেদন সাবমিশন সম্পূর্ণ করার পর অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।
  4. অনলাইন আবেদন সম্পূর্ণ করে নির্ধারিত আবেদন ফি ৩৫০/- টাকা  Teletalk সিমের মাধ্যমে নিম্নে বর্ণিত পদ্ধতির মাধ্যমে SMS এ পরিশোধ করতে হবে।
 SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়ম :
অনলাইনে আবেদনের পর প্রাপ্ত USER ID দিয়ে অনধিক ৭২ ঘন্টার মধ্যে ৩৫০/- টাকা ফি পরিশোধ করতে হবে।
প্রথম SMS : NTRCA<space>User Id লিখে ১৬২২২ নাম্বারে send করতে হবে।
(প্রথম SMS পাঠানোর পর একটি পিন নাম্বার সহ ফিরতি একটি এসএমএস আসবে)
দ্বিতীয় SMS : NTRCA<space>Yes<space>PIN লিখে ১৬২২২ নাম্বারে send করতে হবে।
বিভিন্ন পদ ও যোগ্যতা সম্পর্কে জানতে নিচের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে দেখুন......... https://drive.google.com/file
অথবা ব্রাউজ করুন : www.ntrca.gov.bd / www.ntrca.teletalk.com.bd

No comments

Powered by Blogger.